বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শাফি নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাফির বাড়ি জামালপুর জেলার সড়িষাবাড়িতে। তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। থাকতেন টঙ্গীর দত্তপাড়া এলাকায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সকালে টঙ্গী বাজার এলাকায় শাফিকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস।এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।