‘বাসে ঢিল দেইনি দেখে সরকারি দলের মনে অনেক কষ্ট’

সাহস থাকলে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘সরকার খুব আশায় ছিল, খালেদা জিয়ার সাজা হওয়ার পর আমরা বাসে ঢিল দেব, তাতে কাঁচ ভাঙবে। আর ওরা আগুন ধরিয়ে মানুষ মেরে আমাদের বিরুদ্ধে মামলা দেবে। এই সুযোগ এবার তারা পায়নি। এজন্য সরকারি দলের মনে অনেক কষ্ট।’
আজ মঙ্গলবার ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বিকেলে শহরের চরপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ওই সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ সরকারের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, সংবিধান অনুযায়ী সাজা হলেও নির্বাচন করা যায়। বাজে কথা না বলে সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।
নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির যৌক্তিকতা তুলে ধরে বলেন, আইনশৃঙ্খলার অবনতি, খুন, গুম, নারী-শিশু নির্যাতন, পরীক্ষায় নকল, ব্যাংকের টাকা লুট, শেয়ার মার্কেট লুট করে দেশকে যে জায়গায় নিয়ে গেছে সরকার, সেখান থেকে দেশকে রক্ষার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের স্বার্থে, এই দেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কোনো বিকল্প নেই। এজন্যই তাঁর মুক্তি দরকার।
খালেদা জিয়াকে আপসহীন দেশনেত্রী আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘তিনি এখন সবার মা। একজন রাজনীতিবিদের জীবনে এর চেয়ে বড় কোনো অর্জন আর হতে পারে না। খালেদা জিয়া তা অর্জন করেছেন।’ তিনি বলেন, সরকারের হাসিমুখ হলেও তাঁদের হৃদকম্পন শুরু হয়ে গেছে।
সাজা হলেও খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বলে উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এ সময় তিনি আওয়ামী লীগের বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছর সাজা হলেও তিনি নির্বাচন করেছেন বলে উল্লেখ করেন।
সমাবেশে আরো বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্য নেতারা।