ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামগোপালপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এনায়েতুর রহমান হিরু ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তারিকুর রহমান। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী শ্যামল ছায়া পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার আরোহী মারা যান। দুজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও গৌরীপুর থানার পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।