যশোরে সাংবাদিককে উঠিয়ে নিয়ে মারধর

যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সরকার সমর্থিত অংশের নির্বাহী কমিটির সদস্য জাহিদুল কবীর মিল্টনকে উঠিয়ে নিয়ে মারধরের পর ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি সাংবাদিক জাহিদুল কবীর মিল্টন এনটিভি অনলাইনকে জানান, তিনি দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় শহরের পোস্ট অফিসপাড়ায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর গতি রোধ করেন।
মোটরসাইকেল থেকে নেমেই এক যুবক সাংবাদিক মিল্টনকে মারধর শুরু করেন। পরে তাঁকে উঠিয়ে নিয়ে যান। আধা ঘণ্টা পর দুর্বৃত্তরা তাঁকে শহরের রেজিস্ট্রি কার্যালয়ের সামনে ফেলে রেখে যায় বলে জানান সাংবাদিক মিল্টন।
এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী এনটিভি অনলাইনকে জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে সাংবাদিক মিল্টনের ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় সাংবাদিকরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিল্টনের ওপর হামলাকারীদের আটকের দাবি জানান সাংবাদিক নেতারা।