নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে জাহান (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাত জন। আজ শুক্রবার সকালে উপজেলা সদরে থানার পাশেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেণ্ডাকান্দা এলাকার বাসিন্দা।
আহতরা হলেন ভেণ্ডাকান্দার আনোয়ার হোসেন (২২), আলমগীর, নজরুল (৩১) ও আব্দুল হামিদ (২০), গফরগাঁও উপজেলার বিপুল (১৮), আজাহার (১৭) ও ধোবাববউরা উপজেলার আজাহারুল (১৯)।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. রায়হানুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গফরগাঁও থানার দেয়ালের সঙ্গেই জেলা পরিষদের অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান সড়কের পাশে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলে হঠাৎ করে তা ধসে পড়ে। এতে ছাদের নীচে চাপা পড়ে শ্রমিকদের হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থানা সংলগ্ন হওয়ায় পুলিশ দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় উদ্ধারকাজে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রায়হানুল ইসলাম জানান, দুর্বল সাটারিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ছাদে ভার বেশি হয়ে যাওয়ায় সাটারিংয়ের বাঁশের নীচ থেকে ইট-বালি সরে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।