প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর শেষকৃত্যে গেলেন প্রধানমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভোর ৬টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় প্রধানমন্ত্রীর নয়াদিল্লি পৌঁছানোর কথা। বিমানবন্দর থেকে তাঁর সরাসরি ভারতের রাষ্ট্রপতির ভবনে যাওয়ার কথা রয়েছে। আজ নয়াদিল্লির স্থানীয় সময় সকাল ১০টায় শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। বিকেলেই শেখ হাসিনা ঢাকায় ফিরবেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে নয়াদিল্লির সেনা হাসপাতালে মারা যান শুভ্রা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয় ভারতের ফার্স্ট লেডিকে। এর পর থেকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি।
১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন শুভ্রা মুখোপাধ্যায়। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০১৩ সালের ৫ মার্চ স্বামী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ সফরে এসে নড়াইলে পৈতৃক বাড়িতে যান তিনি।
শুভ্রার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।