ময়মনসিংহে বিএনপির ৯ নেতাকর্মী আটক

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দকসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ময়মনসিংহ শহরের নতুন বাজার রেলক্রসিং এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
আটক হয়েছেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, শ্রমিক দলের প্রচার সম্পাদক দেবব্রত দাস, যুবদলের আলম, মনির আহামেদ, সামসুল, আকতার কামাল ও রাজিব হোসেন, আল আমিন ও আনিসুজ্জামান শুভ।
জানা যায়, দুপুর সোয়া দুইটা সময় শহরের বাউন্ডারী রোড এলাকায় মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশের দাবী, মিছিলে ধাওয়া দিতে গেলে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে মিছিলকারীরা। এ সময় পুলিশ শটগান থেকে ছয় রাউন্ড গুলি ছোড়ে।
পরে পুলিশ ধাওয়া দিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ৯ জনকে আটক করে। আটক নেতাকর্মীদের কোতয়ালি মডেল থানা হাজতে রাখা হয়েছে।