ময়মনসিংহে যুবদল ও শ্রমিকদের আট নেতাকর্মী গ্রেপ্তার

সরকার বিরোধী নাশকতার মামলায় ময়মনসিংহে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও শ্রমিকদলের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির অঙ্গ সংগঠন কোতোয়ালি থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সহ-সভাপতি রুহুল আমীন, কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুলতানের নামেই রয়েছে ২৪টি মামলা রয়েছে।
এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।