সাভারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার সাভারের কাউন্দিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে যাওয়া স্কুলছাত্রকে উদ্ধারে লোকজনের চেষ্টা। ছবি : এনটিভি
ঢাকার সাভারের কাউন্দিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে কাউন্দিয়ার গোয়ালবাড়ী এলাকায় একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ মাশরাফি (৯) কাউন্দিয়া এলাকার অক্সফোর্ড মডেল একাডেমির চতুর্থ শ্রেণিতে পড়ত। সে কাউন্দিয়া পাঁচকানি এলাকার সৈয়দ জহুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্কুলছাত্র মাশরাফিকে একটি পুকুরপাড়ে রেখে তারা বাবা দোকানে যান। এ সময় সে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই ঘণ্টা পুকুরে মাছ ধরার জাল ফেলে তাকে খোঁজাখুঁজি করেন। তিন ঘণ্টা পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানির নিচে থেকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।