বায়তুল মোকাররমে অগ্নিকাণ্ড

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের অজুখানার কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।