ময়মনসিংহ শহরে ছিনতাইকারীর ছুরিতে কলেজছাত্র খুন

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম খলিল (২৩) ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষাথী। তিনি গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ২ নম্বর রৌহা ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে। জামাল উদ্দিন গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ডিএস সিনিয়র মাদ্রাসার শিক্ষক।
এ ঘটনায় আটক সাদ্দাম হোসেনকে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দাবি, সাদ্দাম ছিনতাইকারী।
নিহতের ভগ্নিপতি সারোয়ার হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে পাটগুদাম এলাকায় খলিলের মোবাইল ছিনতাই হয়। এ সময় খলিল পিছু ধাওয়া করে সাদ্দামকে ধরে ফেলে।
এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে খলিলের বাঁ ঊরুতে চাকু দিয়ে আঘাত করে সাদ্দাম। এতে গুরুতর আহত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় খলিলের।
আহত অবস্থায় খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই তাইজুল।