নাইয়র খেতে গিয়ে দেয়ালচাপায় গৃহবধূর মৃত্যু

দাওয়াত (নাইয়র) খেতে এসে দেয়ালচাপা পড়ে রেণু বিবি (৩৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের কেশবপুর-দেওয়ানপাড়া গ্রামে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেণু বিবি আক্কেলপুর পৌর এলাকার কেশবপুর দেওয়ানপাড়া গ্রামের মৃত কায়ছার আলীর মেয়ে। তিনি একই উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামের স্বামীর বাড়ি থেকে স্বামীসহ বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়িতে দাওয়াত (নাইয়র) খেতে আসেন। বিকেল ৫টার দিকে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে রেণু বিবি বাড়ির ভেতরের সীমানাপ্রাচীরের (দেয়াল) পাশে ফাঁকা জায়গায় গিয়ে বসেন। এর পরপরই হঠাৎ পুরোনো ইটের দেয়ালটি তাঁর ওপর পড়ে। এতে রেণু বিবি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটায় দ্রুত সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক হাসপাতালে) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।