টঙ্গীতে নিখোঁজের ৪ দিন পর কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় আজ শুক্রবার ইমনের লাশ দেখে বাবার আহাজারি। ছবি : এনটিভি
গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের চারদিন পর আজ শুক্রবার বিকেলে ইমন নামের এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সে টঙ্গীর মুদাফা এলাকার শাহ আলমের ছেলে।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, গত ১১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইমন। অনেক খোঁজ করেও তার সন্ধান না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। আজ টঙ্গীর মুদাফা এলাকার একটি ডোবার পাশে বস্তাবন্দি একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। উদ্ধারের পর ইমনের বাবা লাশটি শনাক্ত করেন।