সিলেটে ছাত্রলীগকর্মী হত্যায় পাঁচজনের নামে মামলা

সিলেট নগরীর মদনমোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন প্রণজিৎসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ জানান, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় আবদুল আলীর বাবা আলখাছ মিয়া বাদী হয়ে এ হত্যা মামলা করেছেন।
ওসি আরো জানান, এজাহারে আলখাছ মিয়া পাঁচজনের নাম উল্লেখ করেছেন। এঁরা হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার দায়মীর থানাগাঁওয়ের প্রণজিৎ দাশ, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের মো. আঙ্গুর মিয়া, নগরীর কাজল শাহ এলাকার রাজীব, কলাপাড়ার মাসুদ ও তাকছির। এ ছাড়া মামলায় আরো অজ্ঞাতপরিচয় তিন-চারজনকে আসামি করা হয়েছে।
এদিকে, এ হত্যার ঘটনায় পুলিশ প্রণজিৎ ও আঙ্গুরকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া রাহুল কান্তি দেব বসু নামে একজনকেও গতকাল বুধবার আটক করা হয়। তবে আলীর বাবার দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রণজিৎ ও আঙ্গুরের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আবদুল আলীকে ছুরিকাঘাত করে প্রণজিৎ দাশসহ আরো চার-পাঁচজন জন ছাত্রলীগকর্মী। এতে গুরুতর আহত হন তিনি। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে মৃত্যু হয় তাঁর।