ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন জেলার বারহাট্টা উপজেলার সাহতা গোপালপুর গ্রামের মো. ফরিদ মিয়া।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালে উপজেলার এক নারীকে ধর্ষণ করেন ফরিদ মিয়া। এ ঘটনায় ওই নারী মামলা করলে সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।