‘গোপন বৈঠক’ থেকে জেএমবির ৩ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রোববার ভোরে উপজেলার চকলামপুর কামারদহ এলাকার একটি আমবাগান থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জের ধোবরা গ্রামের আজিবুল হক (৫৩) ও সাইফুল ইসলাম (৩৫) এবং মোবারকপুর ইউনিয়নের তাজামুল হক।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কামারদহ এলাকার একটি আমবাগানে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে। খবর পেয়ে আজ ভোরে র্যাব-৫-এর রাজশাহী ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আজিবুল হক (৫৩) ও সাইফুল ইসলামকে (৩৫) র্যাব আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে চারটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবারকপুর ইউনিয়নের তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব আরো জানান, ওই তিন জেএমবির গায়রে এহসার সদস্য। নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য তাঁরা গোপনে বৈঠক করছিলেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।