পাবনায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো কুলুনিয়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে সাদিয়া (৭) ও সিদ্দিকুর রহমানের ছেলে ইয়াসিন (৭)। তারা দুজনেই কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন পরাগ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সাদিয়া, ইয়াসিনসহ পাঁচ-সাতজন শিশু কুলুনিয়া বাঁধের পাশে একটি ডোবায় গোসল করতে নামে। একপর্যায়ে অন্যরা পানি থেকে উঠতে পারলেও সাদিয়া ও ইয়াসিন পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।