গাজীপুরে পৃথক ঘটনায় চার লাশ উদ্ধার

গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এসব লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন দিনাজপুর সদরের মাসুম মিয়া (৩৭) ও গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার ঝুট ব্যবসায়ী রাজু দেওয়ান (৩৩)। মাসুম চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ডিভাইন ফেব্রিক্স কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজার)। তিনি গত রোববার নিখোঁজ হন। ময়নাতদন্তের জন্য মাসুম, রাজু ও অজ্ঞাতপরিচয় ভ্যানচালকের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরেকটি লাশ রেলওয়ে পুলিশের কাছে রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কালিয়াকৈরের সফিপুর এলাকায় আজ ভোরে স্থানীয় বাসিন্দারা ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ৭টার দিকে মাসুম মিয়ার হাত-পা-মুখ বাঁধা লাশটি উদ্ধার করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, টঙ্গীর পাগাড় এলাকায় সকাল ৭টার দিকে ঝুট ব্যবসায়ী রাজু দেওয়ানের লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতকাল দিবাগত রাতের কোনো একসময় তাঁকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, পালেরপাড়া এলাকায় সকালে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। স্থানীয়রা তাঁকে একজন ভ্যানচালক বলে শনাক্ত করেছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর রেলওয়ে পুলিশের এএসআই বাঁধন মিয়া জানান, কালিয়াকৈরের কালামপুরে রেললাইনের পাশ থেকে সকাল ৮টার দিকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে কোনো একসময় যুবকটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।