ময়মনসিংহ মেডিকেলে নবজাতক বদলের অভিযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ উঠেছে। নবজাতকের বাবার দাবি, তাঁর সন্তান না ফেরত দিলে তিনি জীবন দেবেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
বাবা মনু মিয়ার অভিযোগ, গত ১০ ডিসেম্বর দুপুর ১টায় স্ত্রী পাপিয়াকে ময়মনসিংহ মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। বিকেল ৫টার সময় তাঁর ছেলেসন্তানের জন্ম হয়। কিন্তু আজ দুপুরে ছুটির সময় তাঁদের মেয়ে নবজাতক সরবরাহ করা হয়। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু করেন তিনি। শিশু ওয়ার্ডে আসেন বিভাগীয় প্রধান ও ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো আনোয়ার হোসেন, হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ। কিন্তু রাত পৌনে ১০টা পর্যন্ত নবজাতকের পরিবারকে ছেলেসন্তান বুঝিয়ে দিতে পারেনি কর্তৃপক্ষ।
রাত ৮টার দিকে কলেজের অধ্যক্ষ ডা. মো আনোয়ার হোসেন বলেন, ‘কিছুটা সমস্যা হয়েছে। আমরা দেখছি।’
মনু মিয়া অভিযোগ করে বলেন, ‘দুপুর থেকে না খেয়ে আছি। ছেলে হয়েছে, মেয়ে নেব কেন? ছেলে না দিলে জীবন দেব, হাসপাতাল ছাড়ব না। তারা (কর্তৃপক্ষ) বলছে দেখতাছি। প্রয়োজনে মামলা করব।’
মনু মিয়া সপরিবারে শহরের বাদেকল্পা এলাকায় থাকেন।