ময়মনসিংহে ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ থেকে জামালপুরের পথে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে মালবাহী ট্রেনটি ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর পরই রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ প্রকৌশলী আব্দুল হালিম।
এর ফলে ময়মনসিংহ রেলস্টেশনে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কমিউটার ও তিস্তা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ জানান, উদ্ধার কাজ চলছে। ইঞ্জিন মেইন লাইনে পড়ায় সমস্যা হচ্ছে। ইঞ্জিন উদ্ধার হলেই ট্রেন চলাচল শুরু হবে। পরে বগি উদ্ধার করা হবে।
ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুর যাচ্ছিল বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে পুলিশ থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম মজুমদার।