ময়মনসিংহে ৯০০০ টেলিফোন গ্রাহক বিপাকে

বৃহত্তর ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রাংককল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে ঢাকার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছেন না জেলার নয় হাজার গ্রাহক। ফলে ল্যান্ডফোন ব্যবহারকারী সরকারি, বেসরকারি ও ব্যবসায়ী গ্রাহকসহ সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারের দিলু রোডে দক্ষিণ সিটি করপোরেশনের সংস্কারকাজের মধ্যে বিটিসিএলের একটি ‘কোর কেবল’ কাটা পড়ে। খবর পেয়ে দ্রুত তা মেরামতের কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমেদ। এই কোর কেবল মূলত টেলিযোগাযোগের হার্টের মতো। তাই সারা দেশে বিটিসিএলের প্রায় নয় লাখ ল্যান্ডফোন গ্রাহকের অধিকাংশই সমস্যায় পড়েছিলেন বলেও জানান তিনি। তবে আজ শুক্রবার রাতের মধ্যেই মেরামত কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
বিটিসিএলের ময়মনসিংহের বিভাগীয় প্রকৌশলী জয়নাল আবদীন জানান, ঢাকায় বিটিসিএলের কোর কেবল কাটা পড়ায় ময়মনসিংহ জেলা সদরের পাঁচ হাজার ও ১৩ উপজেলার প্রায় চার হাজারসহ নয় হাজার গ্রাহক বিপাকে পড়েছেন। মেরামতকাজ চলছে।