আড়াই ঘণ্টা পর সিলেটের পথে রেল স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটেরা ও মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী হোসেনপুর এলাকায় এ দুর্ঘট্না ঘটে। এর পর যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন কুলাউড়া স্টেশনের স্টেশন মাস্টার রাসেল মাহমুদ। তিনি আরো জানান, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ১২টার দিকে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান তিনি।
চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়ে।