পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জিয়াউল হক ঘটনাস্থলেই নিহত হন। ছবি: এনটিভি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ফেরিতে ওঠার সময় পেছন থেকে পিকআপভ্যানের ধাক্কায় জিয়াউল হক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুস জানান, “শিমুলিয়া ১ নম্বর ঘাটে মোটরসাইকেল নিয়ে ‘যমুনা’ ফেরিতে ওঠার সময় পেছন দিক থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিয়াউল মারা যান। আমরা পিকআপটি আটক করেছি। তবে ড্রাইভারকে আটক করতে পারিনি।’ তিনি বলেন, জিয়াউলের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।