জামিনে মুক্তি পেলেন শামসুজ্জামান দুদু

প্রায় ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। আজ শুক্রবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার নাশকতার ঘটনায় করা চার মামলায় শামসুজ্জামান দুদুকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।
গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে শামসুজ্জামান দুদুকে সাতটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে দুদুর চার মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পল্টন থানার চারটি মামলায় জামিন বহাল রাখায় দুদুর মুক্তি পেতে বাধা নেই বলে গতকালই এনটিভি অনলাইনকে জানান তাঁর আইনজীবী। আজ মুক্তি পেলেন বিএনপির এই নেতা।
নাশকতার চার মামলায় গত ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে পুলিশ।