প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে বাধা নেই

জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার সকালে নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের একক বেঞ্চ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আবেদন করলে সন্ধ্যার সময় আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। আপিল বিভাগের এ আদেশের ফলে কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘হাইকোর্ট নতুন কমিটির কার্যক্রম নিয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন। আমরা আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে তাদের কার্যক্রম চালাতে কোনো বাধা নেই।’
এর আগে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। রুলে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যার্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
এ বিষয়ে আবেদনকারী সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমি একটি রিভিশন আবেদন করি। সে আবেদনের শুনানি শেষে আজ আদালত এ আদেশ জারি করেন।’ এর আগে গত ১০ জুন জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার একটি বিশেষ আদালত।