ট্রেনে বিনা টিকেটে ভ্রমণ করায় জরিমানা

কিশোরগঞ্জে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে ১০ যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিনা টিকেটে ভ্রমণে যাত্রীদের সহায়তা করার অভিযোগে ট্রেনের দুই কর্মচারীকেও জেল ও জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে ১০ যাত্রীকে জরিমানা করা হয়। এ ছাড়া বিনা টিকেটে যাতায়াতে সহযোগিতা করায় একটি বগির দায়িত্বরত উবায়দুল্লাহ ও শরীফ নামে দুই কর্মচারীকে ১৫ দিনের জেল, অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিনা টিকেটে যাত্রী পরিবহনে সহযোগিতা করার ঘটনায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে পুলিশ সুপারকে অবহিত করে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম আল ইমরান।