বললেন আইনমন্ত্রী
নূর চৌধুরীকে রাতারাতি ফিরিয়ে সাজা কার্যকরের সুযোগ কম

সচিবালয়ের আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে রাতারাতি ফিরিয়ে এনে সাজা কার্যকরের সুযোগ কম।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে কানাডার হাইকমিশনার বিনয়েট প্রিফন্টেইনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন।
আনিসুল হক আরো বলেন, সমস্যাটির সুরাহা না হওয়া পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাবেন তিনি।
আইনমন্ত্রী বলেন, নতুন প্রধান বিচারপতি কখন নিয়োগ দেওয়া হবে তাঁর সম্পূর্ণ এখতিয়ার রাষ্ট্রপতির। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। আর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতির অভিযোগের বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে বলে আবারও জানান তিনি।
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের খুনি নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছেন।