পুকুরপাড়ে গলায় কাপড় পেঁচানো ব্যবসায়ীর লাশ

নারায়ণগঞ্জের একটি পুকুরের পাড় থেকে সোমবার সকালে আবু সাঈদ খান নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে আড়াইহাজার থানার পুলিশ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি পুকুরপাড় থেকে আবু সাঈদ খান নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার দক্ষিণ গিরিদা এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত সাঈদের গিরিদা এলাকায় একটি মুদি দোকান ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ শেষে দোকানেই ঘুমিয়ে ছিলেন সাঈদ। সোমবার সকালে দোকান খোলা অবস্থায় দেখতে পান তাঁর চাচাতো ভাই মো. মোরশেদ। পরে পুকুরের পাড় থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় কাপড় পেঁচানো ছিল।
নিহত সাঈদের ছেলে নূরে আলম জানান, তাঁরা পাঁচ বোন ও এক ভাই। তাঁর বাবার কোনো শত্রু ছিল না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়েছে।