দাবি আদায়ে ঝালকাঠির পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রবর্তন চান ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সেইসঙ্গে সরকারের রাজস্ব তহবিল থেকে তাঁদের বেতন দেওয়ার দাবিও জানিয়েছেন।
এসব দাবিতে আজ সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল ১০টায় পৌরসভা কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
এদিকে কর্মবিরতির ফলে সকাল থেকে পৌরসভার সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পৌরসভায় কোনো কাজে এসে বা নাগরিক সেবা না পেয়ে অনেকেই ফিরে যান।
কর্মবিরতি চলাকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হানিফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি পৌরসভার সচিব শাহীন সুলতানা, বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, ঝালকাঠি পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি সালাম সিকদার, সাধারণ সম্পাদক আল মাহামুদ খান প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার এক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সংগঠনের নেতারা জানিয়েন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।