আশুগঞ্জে আগুনে ছাই ২৫ দোকান, আহত ৭

আশুগঞ্জের রেলগেট এলাকায় অগ্নিকাণ্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে সামান্য আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের পর ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেট এলাকায় এক ঘণ্টার যানজট তৈরি হয়। এতে মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে খড়িয়ালা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি কম্পিউটারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা প্রায় এক থেকে দেড়শ ফুট উঁচুতে উঠে যায়। এতে আশপাশের লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে সাত-আটজন আহত হন।
খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের তিনটি দল যোগ দিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। পরীক্ষা-নিরীক্ষার পর ক্ষতির পরিমাণ জানা যাবে।