ময়মনসিংহে বিকাশ এজেন্ট খুন : ছয় আসামির স্বীকারোক্তি

ময়মনসিংহে বিকাশ এজেন্ট হরিপদ দাস (৪৫) হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামি শাওন ও নীরবকে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি শাওন (১৮) ও নীরবকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছুরি ও সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে শহরের কেষ্টপুর এলাকা থেকে হযরত আলী (১৮) ও ৩০ অক্টোবর রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাইফুল (২৬), শহরের চরপাড়া এলাকা থেকে আসামি শরিফ (১৯) ও কালুকে (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে নেওয়া হলে তাঁরাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এজাহার থেকে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে বিকাশ এজেন্ট হরিপদ দাস (৪৫) বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে শহরের কেওয়াটখালী বিএডিসি গুদামের কাছে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ও সাতটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহয়তায় হরিপদ দাসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরিপদ।
এ ঘটনায় হরিপদ দাসের বড় ভাই প্রদীপ কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।