সরকারি চাকরির সুযোগ চায় মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা

ডিপ্লোমা মেরিন/শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার উন্মুক্ত করা, সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করা এবং সরকারি নিয়োগ সংক্রান্ত নীতিমালায় উপসহকারী প্রকৌশলী পদে মেরিন অ্যান্ড শিপবিল্ডিং ডিপার্টমেন্টকে সরকারি গেজেটভুক্ত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নিজেদের ক্যাম্পাসে ক্লাস বর্জন করে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি অংশ নেয় শিক্ষার্থীরা।
শিক্ষর্থীরা জানান, চার বছরের ডিপ্লোমা কোর্সের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও সরকারি নিয়োগ সংক্রান্ত নীতিমালায় গেজেটভুক্ত না থাকায় তারা সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পড়াশুনা শেষ করে সরকারি প্রতিটি দপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারলেও তাদের আবেদন করার কোনো সুযোগ নেই। এতে তাঁরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘ ২০ বছর ধরে এ ব্যাপারে বহুবার আবেদন জানিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একের পর এক আশ্বাস দেওয়া হলেও তার কোনো প্রতিফলন ঘটেনি। এ অবস্থায় তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে সরকারি নিয়োগ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে তাঁদের সমস্যা সমাধানের দাবি জানান কেন্দ্রীয় মেরিন শিপবিল্ডিং গেজেট বাস্তবায়ন কমিটির নেতারা। সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকী জানান, অবিলম্বে দাবি পূরণ না হলে সারা দেশে নৌপথ, মহাসড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, অনশন ও মন্ত্রণালয়ে অবস্থানসহ আরো কঠোর কর্মসূচি পালন করবেন তাঁরা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন দাবিতে স্লোগান দেয়।
তবে শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী শরিফা সুলতানা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন এবং তাঁরা সহযোগিতা করছেন। বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার বলে তিনি মনে করেন।