মাটির ঘর ভেঙে বৃদ্ধের মৃত্যু

সাভার পৌর এলাকার দেওগাঁওয়ে গতকাল রাতে মাটির ঘর ভেঙে এক বৃদ্ধের মৃত্যু হয়। ছবি : এনটিভি
সাভার পৌর এলাকার দেওগাঁও দক্ষিণপাড়া এলাকায় মাটির ঘর ভেঙে চাপা পড়ে তৈয়ব আলী দেওয়ান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
তৈয়র আলীর বাড়ি ফরিদপুর জেলার জাজিরা থানার জাজিরা গ্রামে। কয়েকদিন আগে মেয়ে সালমা আক্তারের দেওগাঁওয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে একটি মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন তৈয়ব আলী। টানা বৃষ্টির মধ্যে ঘরটি হঠাৎ ভেঙে ওই বৃদ্ধের মাথার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছেন।