ঘুমন্ত বাবাকে খুন, ছেলেসহ আটক ৩

কিশোরগঞ্জে এক ছেলে তাঁর ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ছেলে নিজের বুকে ছুরিকাঘাত করে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়, ভুবিরচর গ্রামের কৃষক আবু বক্করের (৫০) সঙ্গে দুদিন আগে তাঁর স্ত্রী আছিয়া খাতুনের (৪০) ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবু বক্কর তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ আছিয়া খাতুন ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করা তাঁর দুই ছেলে সেলিম (২৪) ও জাবেদকে (২২) খবর দিয়ে বাড়িতে ডেকে আনেন। আজ সকাল ৬টার দিকে সেলিম ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত বাবার বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় পরিবারের অন্য সদস্যরাও সেলিমকে সহায়তা করে। এ ঘটনার পরপরই সেলিম নিজের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ‘আমি আর এই জীবন রাখব না’ বলে চিৎকার করতে থাকে।
খবর পেয়ে পুলিশ সেলিম ও তাঁর স্ত্রী ময়না (২০) এবং নিহতের স্ত্রী আছিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর পরই জাবেদ পালিয়ে যেতে সক্ষম হয়।
গুরুতর আহত সেলিমকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে পুলিশি হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।