বিকেএমইএর পরিচালক খন্দকার সাইফুলকে ফুলেল শুভেচ্ছা

নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় আমানা গ্রুপের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামকে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে আমানা গ্রুপের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। খন্দকার সাইফুল ইসলাম একই সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান।
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার ও ইউপি সচিব আবদুল মালেক এনায়েতনগর ইউপি পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে খন্দকার সাইফুল ইসলামকে শুভেচ্ছা জানান।
একই দিন প্রগতি সংঘের পক্ষ থেকে হাজি জাহাঙ্গীর, হাজি সাহাবুদ্দিন মাদবর, মো. হানিফ, বাবুল, সোবহানসহ আরো অনেকে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। মাসদাইর যুব উন্নয়ন পরিষদও ফুলেল শুভেচ্ছা জানায় খন্দকার সাইফুল ইসলামকে।
এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী আরিফুর রহমান, আবদুস সালাম, মোহাম্মদ দিদার হোসেন, কাজী বাহাদুর, রাসেলসহ আরো অনেকে।