আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝুটস্তূপে আগুন

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি কারখানার ঝুটের স্তূপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর ওয়ারলেস গেইটের চান্দনা এলাকার সাং কোয়াং সোয়েটারস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাং কোয়াং সোয়েটারস লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা ইকবাল হোসেন ও তাঁর লোকজন ঝুটের ব্যবসা করে আসছে। ওই ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য স্থানীয় জুয়েলসহ কয়েক যুবক কয়েকদিন ধরে কারখানা এলাকায় মহড়া দেয়।
বিকেলে ইকবাল হোসেন ও তাঁর লোকজন ওই কারখানা থেকে ঝুট বের করে কারখানা ভবনের পাশে স্তূপ করে রাখে। এ সময় প্রতিপক্ষরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালিয়ে কারখানার পাশে পার্কিং করে রাখা একটি ট্রাক ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ঝুটের স্তূপে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে কারখানার শ্রমিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে গাজীপুর শহর যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, জুয়েলের নেতৃত্বে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।