গাজীপুরে এক রাতে তিন লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে একই রাতে পৃথক স্থান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে এ সব লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে উপজেলার বরমী বাজার এলাকার শীতলক্ষ্যা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে।
এ ছাড়া শ্রীপুর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম জনি (৩৫)। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার বিহারি কলোনির বাবুর ছেলে এবং শ্রীপুর বাজারের একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। তাঁর মুখ রক্তমাখা ছিল।
অন্যদিকে ওই রাতেই পৌরসভার চন্নাপাড়ার বাবুলের বাড়ি থেকে মাদ্রাসা ছাত্র হৃদয়ের (৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হাবিলের ছেলে।
লাশ উদ্ধারের ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি হত্যাসহ দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পরিদর্শক।