‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই’

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। শেখ হাসিনার সরকার এ দেশের মানুষকে খাদ্য নিরপত্তা নিশ্চিতসহ বিশ্ব দরবারে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে নতুন ভাবে উন্নিত করেছেন।
সোমবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উকিল এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী।
প্রধান বক্তা হিসেবে এ জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।
এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ কী করেছে, কী করতে পারে তা দৃশ্যমান। অবাস্তব গল্প আওয়ামী লীগ নেতারা করে না। সুতরাং দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনুন।
সভায় গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান ভূঞার সভাপতিত্বে ইয়নিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম অনুষ্ঠান পরিচালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, প্রবীন আওয়ামী লীগ নেতা হাবীব আল আজাদ, গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জুর রহমান।
সভায় বক্তারা তৃণমূল নেতাকর্মীদের আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।