ঘরে ঢুকে মায়ের সামনে প্রতিবন্ধী শিশুকে লাঠিপেটার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহমদপুর গ্রামে গালমন্দের কথা বলে ঘরে ঢুকে শুভ (৭) নামের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী যুবক রাখি ইমরান (২৪) শিশুটিকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের।
বীর আহমদপুর গ্রামের দিনমজুর চান মিয়ার ছেলে শুভ। জন্মের পর থেকেই সে মানসিক প্রতিবন্ধী।
শুভর মা হাসিনা বেগমের অভিযোগ, ঘটনার দিন দুপুরে ইমরানের পুকুরে গোসল করতে যায় শুভ। এ সময় গালমন্দের অভিযোগে মারার জন্য লাঠি নিয়ে শুভকে ধাওয়া করেন ইমরান। পরে ভয়ে দৌড়ে পালিয়ে শুভ ঘরের চৌকির নিচে আশ্রয় নেয়। কিন্তু তাতেও তার রক্ষা হয়নি। চৌকির নিচ থেকে শুভকে টেনেহিঁচড়ে বের করে আনেন ইমরান। পরে তাঁর (হাসিনা) সামনেই শুভকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হয়। কিন্তু ইমরান প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা বাধা দিতে সাহস পাননি।
হাসিনা বেগমের প্রতিবেশী, ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন জানান, প্রতিবেশী প্রভাবশালী ব্যবসায়ী ইমরানের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন শুভর মা হাসিনা। চার মাস ধরে ওই বাড়িতে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। আবার ইমরানের বাড়িতে কাজ করার জন্য তাঁকে বেশ কিছুদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। এতে অপারগতা প্রকাশ করায় ইমরান শুভকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
ইউপি চেয়ারম্যান আরো জানান, আহত ও রক্তাক্ত অবস্থায় ছেলে শুভকে নিয়ে শুক্রবার তাঁর কাছে বিচার দাবি করেন হাসিনা। তিনি এলাকার লোকজনকে একটা সালিশ ডাকার কথা বলেছিলেন। শনিবার সকালে স্থানীয় ফকিরবাড়ির মোড়ে একটি সালিশ-দরবারের আয়োজন করে এলাকাবাসী। কিন্তু ইমরান ও তাঁর পরিবারের লোকজন সালিশে উপস্থিত না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান জানান, মাসখানেক আগেও শুভকে পিটিয়ে অজ্ঞান করে ফেলেন ইমরান। শিশু নির্যাতনের অমানবিক এই ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন।
ঘটনার বিষয়ে ইমরানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শান্তিপ্রিয় লোক। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বৈকরহটি বাজারে ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা করি। শুক্রবার দুপুরে আমাকে গালাগাল করে শুভ। তাই তাকে বাঁশের কঞ্চি দিয়ে শাসন করেছি।’
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, ঘটনাটি পুলিশের নজরদারিতে আছে। সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।