মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগের ছয় কর্মী

মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের ছয় কর্মী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে আহত ছাত্রলীগকর্মী রহিম ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল সোমবার অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ আহত হন ছয়জন। ওই ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই আজ এ ঘটনা ঘটল।
হাসপাতালে চিকিৎসাধীন রহিম ইসলাম এনটিভি অনলাইনকে জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের সমর্থক হিসেবে পরিচিত তিনিসহ নুরু, আমিনুর, রিফাত, সাজ্জাদ ও সুমন কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিলেন।
রহিম ইসলাম আরো অভিযোগ করেন, ‘এ সময় নগর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল চাপাতি, রড ও কাঠের টুকরা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
তবে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলেও জানা নেই তাঁর। তবে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকরা এ ধরনের ঘটনা ঘটিয়ে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এনটিভি অনলাইনকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।