সাগর হত্যা মামলায় গ্রেপ্তার কাইয়ুম রিমান্ডে

ময়মনসিংহে চোর সন্দেহে কিশোর সাগরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার কাইয়ুমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম রাকিবুল হাসান এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিমল দাস জানান, আজ দুপুরে কাইয়ুমের ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ সেপ্টেম্বর সোমবার ভোরে চোর সন্দেহে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশিরামপুর গ্রামে পিটিয়ে হত্যা করা হয় সাগরকে। স্থানীয় আওয়ামী লীগের কর্মী আক্কাস আলীর পরিত্যক্ত গাউসিয়া ফিশারির সাইনবোর্ডের খুঁটির সঙ্গে বেঁধে ওই কিশোরকে আক্কাস আলী ও তাঁর সাঙ্গপঙ্গরা লাঠিসোটা ও গাছের ডাল দিয়ে বেধড়ক পেটালে সাগর মারা যায়।
এই ঘটনায় মঙ্গলবার দুপুরে সাগরের বাবা শিপন মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি জানান, মামলায় আসামি করা হয়েছে আক্কাস আলী, তার ভাই হাসু, সাত্তার, জুয়েল, সোহেল ও আক্কাসের কর্মচারী কাইয়ুমকে।