প্রধান বিচারপতিকে আড়াল করা হয়েছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আড়াল করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দুদু এ মন্তব্য করেন।
‘চাল-ডাল-আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অষ্টমবারে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ’ শীর্ষক ওই মানববন্ধনের আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)।
মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ‘গতকাল এবং আজকের ঘটনা দেশবাসী জানেন। এস কে সিনহা আমাদের প্রধান বিচারপতি। তাঁর ব্যাপারে গতকাল থেকে আজকে পর্যন্ত যে বিতর্কের শুরু হয়েছে, সেটা প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার পরিষ্কার করবেন—এটা আমরা প্রত্যাশা করি।’
‘দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, প্রধান বিচারপতি কেন ছুটিতে গেছেন, তিনি তা জানেন না। তাহলে কে জানবে? রাষ্ট্রের প্রধান কর্মকর্তা তিনি জানেন না। আমাদের আইনমন্ত্রী বলছেন, তিনি শুনেছেন, স্বাস্থ্যগত কারণে তিনি (সিনহা) ছুটি নিয়েছেন।’
প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের দেখা করতে হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে এবং আতঙ্কের ব্যাপার হচ্ছে, আমাদের নির্বাচিত সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের দেখা করতে দেওয়া হয় নাই। নিরাপত্তার নামে তাঁকে আড়াল করা হয়েছে। সাংবাদিক, কোনো সুশীল সমাজের প্রতিনিধি এবং আইনজীবী নেতৃবৃন্দকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।'
‘প্রধান বিচারপতি হচ্ছেন সংবিধানের অভিভাবক। সংবিধান আজকে অভিভাবকহীন। সংবিধান না থাকলে দেশ থাকে না। দেশ আজকে বিপন্ন।'
মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। মানববন্ধনে ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুন্নবী ডাবলুর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।