নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী সীমান্তে জিয়াউর রহমান (৩৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আজ সোমবার সকালে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আহত হন জিয়াউর। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সীমান্ত এলাকার ২৪২ নম্বর মেইন পিলারের কাছে তার লাশ পড়ে আছে। জিয়াউরের বাড়ি সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামে। বিজিবি জানায়, তিনি একজন গরু ব্যবসায়ী।
নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, রোববার রাতে ১০-১২ জনের একটি দল বাংলাদেশ থেকে গরু আনতে ভারতে ঢোকে। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ পাতাড়ী গ্রামে ২৪২ নং মেইন পিলারের ৩০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া কেটে গরু বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় ৩১ বিএসএফের রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জিয়াউর রহমানের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাঁর অপর সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, লাশ ভারতের সীমান্তে পড়ে আছে। লাশ ফেরত আনা এবং সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো হবে বলে তিনি জানান।