কাপাসিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর এলাকায় আজ রোববার যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, আজ দুপুরে অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী একটি অটোরিকশা গাজীপুর থেকে কাপাসিয়া আসছিল। পথে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্যনারায়ণপুর এলাকায় একটি বাঁক অতিক্রমকালে বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক কবির হোসেন ও একযাত্রী রাশিদা বেগম মারা যান। আহত হন আরো চারজন।
নিহত কবির হোসেনের বাড়ি কাপাসিয়ার কালডাইয়া ও রাশিদার বাড়ি হাইলজোড় এলাকায়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে যায়। তবে চালক পালিয়ে গেছেন।