গাজীপুরে সহকর্মীকে হত্যার দায়ে শ্রমিকের মৃত্যুদণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে সহকর্মীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক শ্রমিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে আসামি আবদুল হালিম মিয়ার উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আবদুল হালিম মিয়ার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার সোনারপটল গ্রামে।
আদালত পরিদর্শক মো. রবিউল হোসেন জানান, ২০১১ সালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় হানিফ স্পিনিং মিলের শ্রমিক মাসুদ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে মাসুদের সহকর্মী আবদুল হালিম মিয়াকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন বিচার শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মো. হারিছ উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মীর মো. শাহানুর কবির জুয়েল।
হারিছ উদ্দিন আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আসামি নিজেই হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। সেজন্য রাষ্ট্রপক্ষ থেকে আমরা শুকরিয়া জানাচ্ছি যে একটি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।’