হত্যা মামলায় ‘বন্ধু’র ফাঁসির রায়

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় জন্য বন্ধুকে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাঁর নাম আবদুল মালেক। তিনি শিবগঞ্জ উপজেলার কান্তিনগর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার দুপুরে চাঁপাইবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, কান্তিনগর গ্রামের রুবেল তাঁর বন্ধু আবদুল মালেককে ১৮ হাজার টাকা ধার দেন। কয়েকবার পাওনা টাকা চাইলেও মালেক তা পরিশোধ না করেননি। ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর সকালে রুবেলকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী চোহান বিলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে তাঁর লাশ আখক্ষেতে পুঁতে রাখেন। ঘটনার এক মাস দুদিন পর পুলিশ রুবেলের গলিত লাশ উদ্ধার এবং মালেককে গ্রেপ্তার করে। এ ঘটনায় রুবেলের বাবা তোবজুল ইসলাম একই বছর ১০ অক্টোবর শিবগঞ্জ থানায় মালেকের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার অভিযোগপত্র ও ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।