হাতে স্টিয়ারিং পেলেই হয়ে যায় দিগ্বিজয়ী আলেকজান্ডার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চালকরা হাতে স্টিয়ারিং পেলেই দিগ্বিজয়ী আলেকজান্ডার হয়ে যায়।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় গাড়ি নির্মাণ কারখানা ‘র্যাংগস-মাহিন্দ্রা অ্যাসেম্বল প্লান্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমি ড্রাইভারদের সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করব। এ ব্যাপারে মালিকরা তাদের কাউন্সেলিং করুক, অব্যাহত থাকুক। দুর্ঘটনা এখন দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ত্রাণবাহী ট্রাক বান্দরবানে উল্টে গেল। তাড়াহুড়া করে চালাচ্ছে। কোনো গতি মানে না। যার যার ইচ্ছামতো ফ্রি স্টাইলে চালাচ্ছে। হাতে স্টিয়ারিং পেলেই হয়ে যায় দিগ্বিজয়ী আলেকজান্ডার।’
সেতুমন্ত্রী বলেন, দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয় দেখার কেউ নেই।
উদ্বোধনী বক্তব্যে সেতুমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের কষ্টের কথা তুলে ধরে বলেন, সন্তানহারা মায়ের কান্না, স্বামীহারা নববধূর কান্না, ভাইহারা বোনের কান্না সহ্য করার মতো নয়। তাঁর মন পড়ে আছে উখিয়ায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার জন্যই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা সম্ভব হচ্ছে। এ সেতুর কাজ কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে। পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা ৩০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছি। এ টাকা সবই বাংলাদেশের।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘দেশে ডবল ডেকার বাস রয়েছে। এবার আমরা ডবল ডেকার সেতুও পাব। কারণ এ সেতুতে বাস ও ট্রেন দুটিই চলবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন র্যাংগসের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের চিফ অব ইন্টারন্যাশনাল অপারেশনস অরবিন্দ ম্যাথিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।