মানিকগঞ্জে বাস-টেম্পো সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ শনিবার ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিঙ্গাইরের বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের জোনাব আলীর ছেলে টেম্পোচালক সুজন মিয়া (২৮) ও টেম্পোযাত্রী কাশিমনগর গ্রামের পিয়ার আলীর ছেলে মেহের আলী (৪৫)।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুজ্জামান জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জগামী টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং টেম্পোর সামনে অংশ দুমড়েমুচেড়ে যায়। এতে টেম্পোর ছয়জন গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জেলা হাসপাতাল থেকে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুজন ও বেলা দেড়টার দিকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেহের আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।