তারেকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় আগামী ১৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে পল্টন থানার পুলিশ কোনো তদন্ত প্রতিবেদন না দেওয়ায় বিচারক আগামী তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, তারেক রহমান ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন। পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়।
এ বিষয়ে চলতি বছরের ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী।
মামলায় তারেক রহমান ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীসহ অজ্ঞাতনামা আরো পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।
ওই দিন মহানগর হাকিম ইউনুস খানের আদালত পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।