রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আল-ইসলামী বহুমুখী সমবায় সমিতি ও মানবসেবা সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আল-ইসলামী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, মানবসেবা সংগঠনের সভাপতি মেহেদী হাসান, কাজী ইরান ও কাওছার হোসেন।
বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের আহ্বান জানান। এ ছাড়া রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য না করে সহাবস্থান নিশ্চিতেরও দাবি জানান।
গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে হামলা হয়। রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে।
এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। সেখান থেকে পালিয়ে আসার রোহিঙ্গাদের দাবি,মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গ্রামের পর গ্রামে হামলা-নির্যাতন চালাচ্ছে। নারীদের ধর্ষণ করছে। গ্রাম জ্বালিয়ে দিচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে এখন পর্যন্ত তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।